Home » Archives for Agniv Sengupta

Agniv Sengupta

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেশায় সৃষ্টি। অগ্নিভ সেনগুপ্ত লেখা, শর্ট ফিল্ম এর গল্প থেকে শুরু করে অভিনয় ও নির্দেশনা সবেতেই রেখেছেন তার নিজের সৃষ্টির ছোঁয়া। সময়ে তার লেখা শুরু হল্যান্ডের হালহকিকত দিয়ে, এ ছাড়াও লিখেছেন আরও অন্যান্য সমকালীন বিষয়ে।